যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: বিয়ের ৩ বছরের মাথায় এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করেছে তার স্বামী। নির্যাতনের শিকার স্ত্রী চিকিৎসা নিয়ে মামলার প্রস্তুতি নিয়েছে। আইনগত সহয়তা চেয়ে আবেদন করেছে মানবতা ফাউন্ডেশনে।

মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৩ সালে চুয়াডাঙ্গা জেলা সদরের কাথুলী সোনাতনপুর গ্রামের কাশেম আলীর মেয়ে চায়না খাতুনের বিয়ে হয় একই গ্রামের মৃত ইছাহক মণ্ডলের ছেলে আব্দুল হাইয়ের সাথে। বিয়ের পর থেকে হাই যৌতুকের দাবি করতে থাকে। স্ত্রী চায়নাকে মাঝে মাঝে মারপিট করে। গত ৯ মার্চ সকালে আব্দুল হাই তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। চায়না চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে মামলা প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে গত পরশু মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের নিকট আইনগত সহায়তা চেয়ে আবেদন করেছেন। আবেদন গ্রহণের সময় ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা সদর থানা সেলের মানবধাধিকার রক্ষা সেলের সভাপতি অ্যাড. আব্দুল মালেক, সেক্রেটারি অ্যাড. মসলেম উদ্দীন-২, অপারেশন অফিসার জীল্লুর রহমান জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।