যশোরে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

টিপ্পনী

খবর: (আগুনে ঝলসে যাওয়া স্ত্রীকে নিয়ে ঢাকায় গেলেন নির্যাতক স্বামী)

দরদ তোমার উথলে পড়ে স্বামী

দফায় দফায় পেটাও তুমি বউ

এ নির্যাতন চলে দিবস-যামী

কোন শরমে আবার পাশে শোও।

 

মরদ তুমি খিতেলি বেশ করো

ঘোরো ফেরো মাতাল মাতাল ভাব

পর নারীদের দু হাত চেপে ধরো

এতেই বুঝি অনেক তোমার লাভ।

 

ফাঁদ দেখেছো খাওনি ঘুঘুর ঠেলা

এবার তুমি দেখতে পাবে জেল

কে ঠেকাবে কোথায় তোমার পেলা

বাঁচার আশায় মারছো নাকি তেল!

_আহাদ আলী মোল্লা

 

 

স্টাফ রিপোর্টার: যশোর-মাগুরা মহাসড়কে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া আমতলা এলাকায় বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থীর নাম মিরাজ হোসেন (২২) ও শান্তা খাতুন (২০)। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ যশোর শহরের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান মুসলিম এইডের ছাত্র। তার বাড়ি যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে। আর শান্তা খাতুন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মশিহাটি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরাজ ও শান্তা মোটরসাইকেলে করে যশোর শহর থেকে খাজুরার দিকে যাওয়ার পথে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।