যশোরের বিশিষ্ট শিল্পপতি এসএমএ আহাদের মৃত্যু

স্টাফ রিপোর্টার: যশোরের বিশিষ্ট শিল্পপতি দানবীর হিসেবে পরিচিত এসএমএ আহাদ (৯০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বড় মেয়ের বাড়িতে তিনি মারা যান। মরহুমের ছেলে এসএম আক্তারুজ্জামান তুহিন জানান, তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় পাঁচ মাস অসুস্থ থাকার পর গতকাল বুধবার দুপুর সোয়া দুইটার দিকে তিনি মারা যান। এসএমএ আহাদ যশোর শহরের গুরুদাস বাবু লেনের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তিনি আহাদ জুটমিল, আহাদ জুট স্পিনার্স, আহাদ সিমেন্ট, মোমিননগর স্পিনিং মিলস, হেরা ব্রিকস প্রভৃতি শিল্প প্রতিষ্ঠান গড়েছেন। এছাড়া তার চয়নিকা পেট্রোল পাম্প, ঠিকাদারিসহ নানা ব্যবসা রয়েছে।

স্টাফ রিপোর্টার: যশোরের বিশিষ্ট শিল্পপতি দানবীর হিসেবে পরিচিত এসএমএ আহাদ (৯০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে বড় মেয়ের বাড়িতে তিনি মারা যান। মরহুমের ছেলে এসএম আক্তারুজ্জামান তুহিন জানান, তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় পাঁচ মাস অসুস্থ থাকার পর গতকাল বুধবার দুপুর সোয়া দুইটার দিকে তিনি মারা যান। এসএমএ আহাদ যশোর শহরের গুরুদাস বাবু লেনের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তিনি আহাদ জুটমিল, আহাদ জুট স্পিনার্স, আহাদ সিমেন্ট, মোমিননগর স্পিনিং মিলস, হেরা ব্রিকস প্রভৃতি শিল্প প্রতিষ্ঠান গড়েছেন। এছাড়া তার চয়নিকা পেট্রোল পাম্প, ঠিকাদারিসহ নানা ব্যবসা রয়েছে।