যক্ষ্মা কার্যক্রমকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে গোলটেবিল বৈঠক

 

মেহেরপুর অফিস: ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মো. সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাত, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান আলী, স্বাধীনা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. আবুল বাশার, বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. রোমেনা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিটের প্রতিনিধি প্রীতি রঞ্জন দত্ত। জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার আব্দুস সালাম। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মেহেরপুর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।