মোবাইলফোনে চাঁদা দাবিকে কেন্দ্র করে হারদীতে দু যুবককে মারধরের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: মোবাইলফোনে চাঁদা দাবিকে কেন্দ্র করে আলমডাঙ্গার হারদী বাজারে দু যুবককে ধরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে প্রথমে অপহরণ হিসেবে প্রচারের অপচেষ্টার অভিযোগও ওঠে।

গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের তসলিম শেখের ছেলে জহিরুল ইসলামের নিজ গ্রামের বাজারের কাপড়ের দোকান রয়েছে। গত কয়েক দিন ধরে তার মোবাইলফোনে রিং দিয়ে নিজেকে মিরপুর উপজেলার কুর্শা গ্রামের সন্ত্রাসী কালু পরিচয় দিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। এ ঘটনায় জহিরুল খোঁজ নিয়ে জানতে পারে চাঁদাবাজ আসলে কালু নন, অন্য কেউ। চাঁদার টাকা বর্তমানে হারদী গ্রামে বসবাসকারী কুর্শা গ্রামের মহিদুলের ছেলে ময়েনের নিকট পৌঁছে দিতে বলে। লাগাতার চাঁদা দাবির এক পর্যায়ে গতকাল সকালে জহিরুল ইসলাম আলমডাঙ্গা থানায় ওই বিষয়ে সাধারণ ডায়েরি করতে গেলে হারদী বাজারের সাইকেল মিস্ত্রি কাকন তার ঠ্যাং ভেঙে দেয়ার হুমকি দেয়। জাহিরুল বিষয়টি গ্রামে ফিরে সকলকে জানালে তার আত্মীয়স্বজন সন্দেহভাজন চাঁদাবাজ ময়েন ও কাকনকে ধরে নিয়ে গিয়ে পিটিয়েছে। এদিকে ময়েন ও কাকনকে ধরে নিয়ে গিয়ে মারধরের এ ঘটনাকে অনেকে অপহরণ করা হয়েছে বলে প্রচারের অপচেষ্টা চালানোর অভিযোগ করেছেন।