মোদির বেতন ১ লাখ ৬০ হাজার টাকা

 

মাথাভাঙ্গা মনিটর: ক’দিন বাদেই দিল্লির মসনদে বসবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এ পদে থাকাকালীন মাসে ১ লাখ ৬০ হাজার টাকা বেতন পাবেন তিনি।এরমধ্যে বেসিক স্যালারি হবে মাসিক ৫০ হাজার টাকা। দৈনিক ভাতা হিসাবে মাসিক৬২ হাজার টাকা, সাংসদ হিসাবে মাসিক ৪৫ হাজার টাকা। এছাড়াও পাশাপাশি বিবিধভাতা (sumptuary allowance) হিসাবে তিনি পাবেন ৩ হাজার টাকা। খবর জিনিউজের।একজন সাধারণ সাংসদের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার মধ্যেপ্রধানমন্ত্রীর জন্য থাকছে ব্যক্তিগত কর্মী, বিশেষ বিমান, সরকারি বাংলো, এছাড়াও আরও নানা সুবিধা। ২০১২ আরটিআই আইনে এক প্রশ্নের উত্তরে এই তথ্যজানা যায়।