মোটা অঙ্কের বেতনে ভালো চাকরির প্রলোভনে ব্রুনি দারুস সালামে পৌঁছে নির্যাতনের শিকার : দেশে ফিরে মামলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: কথিত আদম ব্যাপারির খপ্পড়ে পড়ে আলমডাঙ্গা গোপিবল্লভপুরের হাশেম আলী ব্রুনি দারুস সালামে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তিনি আলমডাঙ্গা মিয়াপাড়ার ভাড়ায় বসবাসকারী আশরাফুল ওরফে বাবু হুজুরের প্ররোচনায় সাড়ে ৪ লাখ টাকার বিনিময়ে ব্রুনি দারুস সালামে পৌঁছে ভালো চাকরির বদলে খনিতে চাকরির জন্য নির্মম নির্যাতনের শিকার হন বলে জানিয়ে বলেছেন, ঝড়ে-জঙ্গলে পালিয়ে পুলিশের হাতে ধরাপড়ার পর জেল খেটে কোনোরকম প্রাণ নিয়ে বাড়ি ফিরেছি।

হাশেম আলী বলেছেন, বাবু হুজুরের প্ররোচনায় শুধু আমিই প্রতারিত হইনি, আরো অনেকেই হয়েছে। দেশে ফিরে বাবু হুজুরের নিকট টাকা ফেরত চাইলে সে তা দিতে অস্বীকার করেছে। ফলে আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছি। হাশেম আলীর বরাত দিয়ে মানবতা ফাউন্ডেশন প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানার বাজিতপুর গ্রামের মহাসিন মুন্সির ছেলে আশরাফুল ওরফে বাবু হুজুর দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার মিয়াপাড়াস্থ আজুল বারী মল্লিকের বাড়িতে ভাড়া বসবাস করে। সেখান থেকেই পরিচয় হয় গোপিবল্লভপুরের মৃত শের আলীর ছেলৈ হাশেম আলীর। তাকে বাংলাদেশি টাকায় ৫০-৬০ হাজার টাকার বেতনে ভালো চাকরির কথা বলে বাবু হাজুর হাতিয়ে নেয় সাড়ে ৪ লাখ টাকা। ব্রুনি দারুস সালামে ভালো চাকরির কথা বলে সেখানে নেয়ার পর এক খনির নিকট নেয়া হয়। সেখানে ভয়ঙ্কর কাজে রাজি করানোর জন্য আদম ব্যাপারীর সহযোগিরা নির্যাতন শুরু করে। উপায় না পেয়ে আত্মগোপন করে ঝড়ে-জঙ্গলে রাত কাটাতে থাকে। এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়লে কারাদণ্ড হয়। সেখান থেকে ফিরে বাবু হুজুরের নিকট টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে আইনগত সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন হাশেম আলী। গতপরশু বৃহস্পতিবার আবেদন গ্রহণের সময় উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, ফাউন্ডেশনের সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাড. আব্দুল মালেক, সেক্রেটারি অ্যাড. মসলেম উদ্দীন-২, নির্বাহী সদস্য অ্যাড. জিল্লুর রহমান জালাল, অ্যাড. পারভেজ ও অ্যাড. জাভেদ ইকবাল। আবেদন গ্রহণের সময় আবুল হাশেমের আইনগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে।