মেয়ে বলে আমাকে মেরে ফেলতে চেয়েছিলো : স্মৃতি ইরানি

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বেরবৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আজ স্মৃতি ইরানি।কিন্তু দেশের অধিকাংশ মেয়ের মতোই মেয়ে হওয়ার যন্ত্রণা ভোগ করতে হয়েছেতাকেও। গতশুক্রবার ভুপালের এক জনসভায় স্মৃতি ইরানি জানান, ছোটবেলায় তাকেপরিবারের বোঝা মনে করা হতো। এমনকিতার মাকে স্মৃতিকে মেরে ফেলার পরামর্শওদিয়েছিলেন অনেকে।স্মৃতি বলেন, আজ প্রথমবারের জন্য বলছি। যখন আমিজন্মেছিলাম আমার মাকে অনেকে বলেছিলো মেয়েরা পরিবারের বোঝা। ওকে মেরে ফেলো।কিন্তু আমার মা সাহসী ছিলেন। তিনি এমন কিছু করেননি। তাই আজ আমি আপনাদেরসামনে দাঁড়িয়ে আছি। ভুপাল মডেল স্কুলে কন্যাভ্রুণ হত্যা নিয়ে এক প্রশ্নেরজবাবে তিনি এ কথা বলেন।মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, যখন একজন মেয়েকেশিক্ষিত করা হয় তখন শুধু তাকেই নয়, তার গোটা পরিবারকেও শিক্ষিত করা হয়। যাভবিষ্যতে দেশের কাজে লাগে।