মেয়েদের খৎনার নির্দেশ দিল ইরাকি জঙ্গিরা

 

মাথাভাঙ্গা মনিটর: সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাকঅ্যান্ড দ্য লেভান্তবা (আইএসআইএল) তাদের নিয়ন্ত্রণে থাকা ইরাকেরউত্তরাঞ্চলে নারীদেরকে খৎনা করানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।ইরাকে জাতিসংঘের আবাসন এবং মানবাধিকার বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানা গেছে। ইরাকেরমসুলসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোর ১১ থেকে ৪৬ বছর বয়সী নারীদের ওপর এ ফতোয়াকার্যকরের নির্দেশ দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।প্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনাঙ্গ কর্তন বা খৎনা আফ্রিকা অঞ্চলের একটি প্রথা। কাজটিঅযাচিত নিষ্ঠুরতা হওয়ায় ২০১২ সালে সব সদস্য দেশে তা নিষিদ্ধ করেছে জাতিসংঘ।ইরাকেজাতিসংঘের কর্মকর্তা জেকলিন বেডকক বলেন, ইসলামিক স্টেটের ওই ফতোয়ারফলেতাদের দখলকৃত অঞ্চলের অন্তত ৪০ লাখ নারী এর শিকার হতে পারে।