মোবাইলে ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ শিশু নিহত

 

স্টাফ রিপোর্টার: রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে শুভ (১০) ও তার আত্মীয় পারভেজ (১৪) নামে দুই শিশু। আহত হয়েছে আরও এক শিশু। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে লোকাল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ স্থানীয় কাউছার মিয়ার ছেলে আর পারভেজ তার আত্মীয় আনিস মিয়ার ছেলে। নানাবাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। একই ঘটনায় রিপন (১২) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সানাউল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিলো। এ সময় শুভ, পারভেজ ও রিপন রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলফোনের ক্যামেরায় ওই ট্রেনের ভিডিও করছিলো। একই সময় পাশের লাইনে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সানাউল।