মেহেরপুর সিংহাটীর খলিলুর রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গার এক বিধবার জমি জবরদখলের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর সিংহাটীর খলিলুর রহমানের বিরুদ্ধে অন্যের জমি জবরদখল করে নেয়ার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা গুলশান পাড়ার মৃত জাফর আলী বিশ্বাসের স্ত্রী ছকিনা খাতুন ওই অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, মেহেরপুর সদর উপজেলার সিংহাটী গ্রামের মৃত মঙ্গলের ছেলে খলিলুর রহমান এলাকার অসংখ্য মানুষের সাথে প্রতারণা করে জমি জবরদখল করেছেন। ১৯৭২ ও ১৯৭৪ সালে ওই গ্রামে পৃথক দলিলে জমি কিনে সরকারি খাজনাদি প্রদানপূর্বক ভোগ দখল করার সময় কয়েকজনের কাছে বর্গাভাগে চাষাবাদ করতে দিই। কিন্তু খলিলুর রহমান আমার কাছ থেকে ৪ বিঘা ৭ শতক জমি লিজ নেয়ার প্রস্তাব করে বলেন, জমি কাউকে দিতে হবে না। আমি পুরোটাই নেবো। বছরে বিঘা প্রতি ২ হাজার টাকা চুক্তিতে তাকে ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই জমির লিজ দেই। তিনি লিজ বাবদ ৪৭ হাজার ৩’ শ ৫০ টাকা আমাকে দেন। ২০০০ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও লিজের অবশিষ্ট টাকা দিতে নানা টালবাহানায় আমাকে ঘুরাতে থাকেন।

এছাড়া জোরপূর্বক ভোগ দখল করলেও ওই লিজের টাকাও দেননি তিনি। শুধু তাই নয়, একপর্যায়ে তিনি টাকা দেবো না বলে হুমকি দিয়ে বলেন, এ জমি রেজিস্ট্রি করে নিয়েছি, টাকা পাবেন না। পরে ২০০২ সালের ১০ নভেম্বর আমি মেহেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। এর পরেও তিনি বিভিন্ন সময় হুমকি দিতে থাকেন। পরে খলিলুর রহমানের বিরুদ্ধে ২০০৫ সালের ৬ জানুয়ারি মেহেপুর আদালতে মামলা দায়ের করা হয়। পরে ২০০৭ সালের ১৭ এপ্রিল তার বিরুদ্ধে মেহেরপুর দেওয়ানি আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়।