মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দৱ্যালি

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স চালু করা হয়েছে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস। এছাড়া অনার্সে অতিরিক্ত আরো দুটি বিষয় হিসাববিজ্ঞান ও ম্যানেজমেন্ট চালু হয়েছে। এজন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এ উপলক্ষে কলেজ ছাত্রলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে আনন্দৱ্যালি বের করা হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেলের নেতৃত্বে আনন্দৱ্যালিটি সরকারি কলেজ চত্বর প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক তারিকুল ইসলাম, ইসমাইল হোসেন, সাংগাঠনিক সম্পাদক রাজন আহমেদ, ছাত্রলীগ নেতা মিজান, শাহীন প্রমুখ।