মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স চালু হওয়ায় আনন্দৱ্যালি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স চালু করা হয়েছে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস। এছাড়া অনার্সে অতিরিক্ত আরো দুটি বিষয় হিসাববিজ্ঞান ও ম্যানেজমেন্ট চালু হয়েছে। এজন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুরে আনন্দৱ্যালি বের করা হয়। সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আনন্দৱ্যালিটি সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে অন্যান্যের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক আশরাফুল হক, সহকারী অধ্যাপক খেজমত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেলসহ কলেজের শিক্ষার্থী অংশ নেন।