মেহেরপুর শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ তিথি উদযাপন

 

মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার দিনব্যাপি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ তিথি উদযাপন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্তিত মেহেরপুর জেলা ১২তম বার্ষিকী ভক্ত-সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর স্বামী নিগমানন্দ সড়কে শ্রী শ্রী শিবালয় সারস্বত আশ্রমে প্রভাতী কীর্তন, ন্তোত্র বন্দনা, গীতা-চণ্ডিপাঠ ও জয়গুরু মহানাম কীর্তন অনুষ্ঠিত হয়। ভোর সাড়ে ৫টায় মহানাম সহকারে নগর সংকীর্তন, সকাল ৭টায় শ্রী শ্রী ঠাকুর মহারাজের আসনে বিশেষ পূজা, আরতি, বাল্য ভোগ, হোম, স্বাধ্যায়, অঞ্জলী প্রদান, স্তোত্র-বন্দনা ও জয়গুরু মহানাম কীর্ত্তন, সকাল ৮টায় দীক্ষা অনুষ্ঠান, সকাল সাড়ে ৯টায় অন্তরঙ্গ সভা, বেলা সাড়ে ১২টায় শ্রী শ্রী ঠাকুর মহারাজের মধ্যাহ্নকালীন বিশেষ ভোগরাগ, বেলা দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৫টায় সাধারণ ধর্মসভা, সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা পূজারতি ও সংক্ষিপ্ত স্তোত্র- বন্দনান্তে সাধারণ ধর্মসভায় অসমাপ্ত অংশ শুরু এবং পরিশেষে বিদায় সঙ্গীত ভাংল মেলা বিদায় বেলা জয়গুরু জয়বল কীর্তনের মাধ্যমে সম্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া রাত ১০টায় প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী গোবিন্দানন্দ সরস্বতী, ডা. রমেশ চন্দ্র নাথ, অ্যাড. পল্লব ভট্টাচার্য, কার্তিক চন্দ্র মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধাব চন্দ্র ভাষ্কর।