মেহেরপুর শহরে অভিনব কায়দায় চুরি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এআরবি কলেজের প্রভাষক শফি উদ্দীনের বাড়িতে অভিনব কায়দায় চুরি হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাড়ির পেছন দিক দিয়ে একদল চোর ঘরের ভেতরে প্রবেশ করে। বাসার গৃহিনী জায়ভিন আক্তারকে বাড়ির একটি কক্ষে ও তাদের দুই সন্তান আবির এবং শাইখকে বাথরুমে আটকিয়ে রেখে টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার সোনার গয়না লুটে নেয় চোরের দল।

শফিউদ্দীন জানান, তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মল্লিকপাড়ার আজিবুল বারি মুকুলের বাড়িতে প্রায় দুই বছর ধরে ভাড়ায় আছেন। এদিন দুপুরে সে বাড়িতে ছিলেন না। তার স্ত্রী একটি কক্ষে ঘর মোছার কাজ ও দুই সন্তান বাথরুমে গোসল করছিলো। এ সময় পেছন থেকে প্রাঁচিল লাফিয়ে ভেতরে প্রবেশ করে একদল চোর। এ সময় বাথরুম ও স্ত্রীর কক্ষে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় চোরের দল। পরে অপর একটি কক্ষে প্রবেশ করে আলমারি খুলে ২৭ হাজার টাকা, দুটি সোনার চেন ও দুই জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায় তারা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি জানান, দুপুরেই এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে এক চোরকে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।