মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নে উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০১৪-২০১৫ অর্থ বছরের এলজি এসপি-২’র উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়সভায় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেন সেভ দি চিলড্রেন মেহেরপুরের ইম্প্যাক্ট ম্যানেজার ফারুক হোসেন, আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান, রাঁধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরাতুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা বেগম, ওয়ার্ড সদস্য আহসান হাবিব, আছেদ আলী, আশানুর রহমান, শরীফ হোসেন, শাহাদৎ হোসেন, ছালেহা খাতুন, বেলী খাতুন, আলমগীর হোসেন লাল্টু প্রমুখ। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলাম উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কৃষকদের মধ্যে ওষুধ, শিক্ষা উপকরণ, কৃষি উপকরণ, খেলার সামগ্রী, ফ্যান ও ঢেউটিন বিতরণ করেন।