মেহেরপুর বারাদীতে তৃণমূল মডেল একাডেমীর বার্ষিক সম্মেলন

 

আমঝুপি প্রতিনিধি: ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’ গতকাল বুধবার সকাল ১০টার দিকে বারাদী তৃণমূল মডেল একাডেমীর বার্ষিক অভিভাবক ও সৃজনশীল সম্মেলনের প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার মো. হামিদুল আলম তার বক্তৃতায় এ কথা বলেন। তৃনমূল মডেল একাডেমীর এএমসির চেয়ারম্যান মো. সেলিম হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন একাডেমী ও মউক’র প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর আশাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কলামিস্ট মো. রফিক উল আলম ও মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম আলী। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু ও নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ