মেহেরপুর ফতেপুর মরাগাঙ্গী দহ জলাশয়ে বিষ প্রয়োগ ৪লাখ টাকার মাছ নিধন : থানায় এজাহার

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর মরাগাঙ্গী দহ জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

জানা গেছে, মেহেরপুর শহরের ফৌজদারিপাড়ার গোলাম মুর্ত্তাজা শেখের ছেলে শরিফুল মাছ চাষের জন্য মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের দক্ষিণপাড়া ওয়াক্তি মসজিদের দখলে থাকা ৭ বিঘা মরাগাঙ্গী দহ জলাশয় লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। গত রোববার রাতে কে বা কারা শত্রুতা করে ওই জলাশয়ে বিষ প্রয়োগ করে। গতকাল সোমবার সকালে গিয়ে দেখা যায় মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় শরিফুল বাদী হয়ে কামদেবপুর গ্রামের আইনালের ছেলে জিনারুল, ইউনুচ আলীর ছেলে জাহাঙ্গীর, লুৎফর রহমানের ছেলে নজরুল ইসলাম, মোকাদ্দেস হোসেনের ছেলে স্বপনসহ ১০/১২ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজাহারে তিনি ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।