মেহেরপুর পৌর মেয়র মতুর দায়ের করা রিট মামলা নটপ্লেচ/রিজেক্টেড ঘোষণা

 

মেহেরপুর পৌরসভা সংলগ্ন ৫০ শয্যার পুরাতন হাসপাতালের ১৪টি ভবন, মূল্যবান বৃক্ষ ও সীমানা পাঁচিল অপসারণসহ মার্কেট নির্মাণের বিরুদ্ধে আদালতের শোকজ নোটিশের চ্যালেঞ্জ করে পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুর দায়ের করা রিট মামলাটি নটপ্লেচ অথবা রিজেক্টেড হয়েছে। তিনদিন ধরে শুনানি শেষে গত মঙ্গলবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজি ইজারুল হক আকন্দ মামলাটি নটপ্লেচ ও রিজেক্টেড করে দিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি/অনুমোদন ছাড়াই পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ পৌরসভা সংলগ্ন ৫০ শয্যার পুরাতন হাসপাতালের ১৪টি ভবন, মূল্যবান বৃক্ষ ও সীমানা পাঁচিল অপসরণসহ মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এতে গেল ১৩ জুলাই ২০১৬ তারিখে পৌর মেয়রকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ শোকজ করেন। আদালতের শোকজ নোটিশের চ্যালেঞ্জ করে পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু রিট মামলা দায়ের করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারকদ্বয় উল্লেখ করেন যেহেতু ২০১০সালে একই বিষয় নিয়ে হাইকোর্টের বিচারপতি এমকেএ সরকার ও বিচারপতি এমএইচ হাইদার এর আদালতে একটি রিট মামলা হয়েছিলো (যার মামলা নাং- ৯৪৪৬/২০১০)। ওই মামলার শুনানি শেষে ২০১২ সালে ২ ফ্রেব্রুয়ারি মামলাটি ডিসচার্জ হয়ে যায়। সেহেতু বিজ্ঞ বিচারকদ্বয় রিট মামলাটি নটপ্লেচ অথবা রিজেক্টেড করে দেন।- প্রেস বিজ্ঞপ্তি।