মেহেরপুর ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের ডিএসআর দেলোয়ার ৩ লাখ টাকা নিয়ে উধাও

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর ডাচবাংলা মোবাইল ব্যাংকিং রকেট সার্ভিসের ৩ লাখ টাকার হদিস নেই বলে  অভিযোগ উঠেছে। মেহেরপুর ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের সুপার এজেন্ট ও মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছে। ৫ মাস আগে মেহেরপুর শহরের মিয়াপাড়ার দাউদ হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে এই ব্যাংকিং কার্যক্রমের ডিএসআর হিসেবে নিয়োগ দেয়া হয়। সে প্রতিদিন হিসাব নিকাশ ঠিকমত আদান প্রদান করে  আসছিলো। কিন্তু গত ২ জুন থেকে সে এই অফিসের সাথে কনো যোগাযোগ না রেখে আত্মগোপন করে আছে।

জানা গেছে, সে প্রায় ৩ লাখ টাকা আত্মসাত করে আত্মগোপন করেছে। এদিকে দেলোয়ারের স্ত্রী আল্লাদী আক্তার নূপুর বিষয়টিকে সমাধানের জন্য সমপরিমান টাকার ইসলামী ব্যাংকের ৪টি চেক এজেন্ট বরাবর জমা প্রদান করে। এজেন্টের পক্ষ থেকে ওই চেকের উল্লেখিত টাকা তুলতে গেলে মেহেরপুর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তার একাউন্টে কোনো অর্থ নেই। বিষয়টি নিয়ে ডাচবাংলা সুপার এজেন্ট ডিএসআর দেলোয়ারের বিরুদ্ধে মোবাইল ব্যাংকের অর্থ আত্মসাত ও চেক জালিয়াতির ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।