মেহেরপুর ট্রাক মালিক গ্রুপের অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম

যেখানেই থাকি না কেন সেখান থেকেই মেহেরপুরকে মনে পড়েবে

 

মেহেরপুর অফিস: সবার ভালোবাসা, আতিথেয়তায় সিক্ত আমি। এটি চিরস্থায়ী বিদায় নয়। চাকরির সুবাধে আমাকে দেশের বিভিন্ন জেলায় বদলি হতে হবে। তবে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকেই মেহেরপুরকে মনে পড়েবে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেহেরপুর ট্রাক মালিক গ্রুপ আয়োজিত বিদায় সংবর্ধনায় এ কথা বলেছেন বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম। তিনি আরো বলেন, জেলায় আসার পর থেকেই মাদকমুক্ত মেহেরপুর গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। চেষ্টা করেছি এ জেলাকে কীভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়। শুধু মাদক নয়; জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করেছি। যেখানেই যাই না কেন সেখানে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রণসহ মাদক নির্মূলে কাজ করে যাবো।

সংগঠনটির সভাপতি আলহাজ মো. গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ডিআইও ওয়ান সোলাইমান আলী, ডিবি পুলিশের ওসি জামাল উদ্দিন প্রমুখ। ক্রীড়া সম্পাদক সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সহসভাপতি হাফিজুর রহমান ও এসকেন্দার আলী প্রমুখ। উপস্থিত ছিলেন ট্রাকমালিক গ্রুপের সহসভাপতি হাফিজুর রহমান, আশাবুল হক, সহসাধারণ সম্পাদক নূরুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক আলহাজ আমানুল্লাহ ও সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সড়ক সম্পাদক আনোয়ার হোসেন সাদাত, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, নির্বাহী সদস্য সনজিত পাল বাপ্পি, সদস্য আমিনুল ইসলাম, মহাব্বত আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রথমে বিদায়ী অতিথি পুলিশ সুপার হামিদুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে তাকে ক্রেস্ট উপহার ও সোনার কোর্ট পিন পরিয়ে দেয়া হয়।