মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতির সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের বাসিন্দা মাহবুব আলম শান্তি চাঁদাবাজাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। একই গ্রামের ইসমত উল্লাহ খোকন ও তার গ্যাং গ্র“পের সদস্যরা চাঁদার দাবিতে তাকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে উল্টো তার নামেই পুলিশে অভিযোগ করেছেন। এমন অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মাহবুব আলম শান্তি। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ওই গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে কৃষলীগের এ নেতা জানান, বেশ কিছুদিন থেকে নতুন দরবেশপুর গ্রামের একটি গ্যাং গ্র“প প্রধান ইসমত উল্লাহ খোকন ও তার সহযোগী একই গ্রামের সাহারিয়ার বাপ্পি, আমিনুল ইসলাম ও জহুরুল চাঁদার দাবিতে তাকে বোমা মেরে হত্যার হুমকি দেয়। পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় অভিযুক্তদের বিষয়টি গ্রামের মানুষের কাছে পরিষ্কার হয়। গ্রামের মিলন দাসসহ কয়েকজন এ বিষয়টির সাক্ষ্য দেয়। গ্রাম্যসালিস বসলে সাক্ষীসহ বিভিন্ন তথ্য উপাত্তে প্রমাণিত হয় ইসমত উল্লাহ খোকনের নেতৃত্বে এগুলো করা হয়েছে। এক পর্যায়ে সালিসসভা থেকে মাহবুব আলম শান্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। সেমতে তিনি গেল ৩ আগস্ট সদর থানায় সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমত উল্লাহ খোকন সাক্ষী মিলন দাসের মাধ্যমে হত্যার হুমকি দিচ্ছে। শুধু তা-ই নয় গ্রামের নিরীহ মানুষকে জিম্মি করে মিথ্যা মামলায় হয়রানি করে ত্রাসের রাজত্ব কামেয় করার লক্ষ্যে কাজ করছেন খোকন। তাছাড়া মাহবুল আলম শান্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্যই উল্টো তার নামেই মিথ্যা অভিযোগ দায়ের করেছেন খোকন। তাই বিষয়টির সমাধান ও ইসমত উল্লাহ খোকন এবং তার সহযোগিদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস, আওয়াম লীগ নেতা টনিক বিশ্বাস, মঞ্জুর কাদের প্রমুখ।