মেহেরপুর গাংনীর প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা

 

গাংনী প্রতিনিধি: কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকায় মেহেরপুরের গাংনীর সাংবাদিক আল আমিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়েছেন গাংনী প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে গাংনী প্রেসক্লাবের জরুরি সভার সিদ্ধান্তে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন, ওই পত্রিকার সাথে আল আমিনের ব্যবসায়িক লেনদেনের বিষয়টি তার ব্যক্তিগত। সেটি সাংবাদিকদের কোনো বিষয় নয়। কিন্তু ওই বিষয়টি নিয়ে পত্রিকাটি আল আমিনের ব্যক্তিগত যে বিষয়গুলো উল্লেখ করে সংবাদ ছেপেছে তা কারো কাম্য নয়। বিষয়টি নিয়ে গাংনী প্রেসক্লাব অমাণিত বোধ করে। তাই ওই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তাছাড়া একজন সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ ও গাংনীতে প্রতিনিধি থাকা সত্ত্বেও তাকে অবহিত না করায় ওই পত্রিকাটি বর্জনের সিদ্ধান্ত নেয় প্রেসক্লাব। গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।