মেহেরপুর ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের “নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ক্যাম্পাসে ৭ম ব্যাচে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে “নবীবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭” অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল-আমিন ইসলাম (বকুল) এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রকৌশলী শামীমুল কবির ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ মেহেরপুর জেলা সেক্রেটারি ও মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তাপস কুমার সরকার। অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল হুসাইন। প্রতিষ্ঠানের কোর্স কো-অর্ডিনেটর ডা. টিএম তাওয়াবুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান, ফার্মেসী বিভাগের ইন্সট্রাক্টর মাহফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনয়ে হাসানুজ্জামানের কথা ও পরিচালনায় “তুচ্ছ মনে হলেও তুচ্ছ নয়” নাটকটি পরিবেশিত হয়।