মেহেরপুর আলমপুরের শুকজান বিবি আর্সেনিক রোগে আক্রান্ত -সহযোগিতায় এগিয়ে এলেন মউক ও জেলা লোকমোর্চা

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর জেলাধীন আমঝুপি ইউনিয়নের আলমপুর গ্রামে আর্সেনিক কবলিত এলাকায় নলকুপের পানি খেয়ে আর্সেনিক যুক্ত রোগে আক্রান্ত হয়ে দরিদ্র শুকজান বিবির পায়ে ক্যান্সার হয় এবং পচন ধরে। এ অবস্থায় বিশেষজ্ঞ ড. জেটিএ চৌধুরী ও মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম তার চিকিৎসার দায়-দায়িত্ব নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসকগণ তার পায়ে পচন ধরায় হাটু পর্যন্ত পা কেটে আলাদা করে ফেলে। ২ সপ্তাহ চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার শুকজান তার গ্রামের বাড়ি আলমপুরে আসলে মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম ও মেহেরপুর জেলা লোকমোর্চার কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সুস্থতার খোঁজখবর নিতে বাড়িতে আসেন। তাকে মউক ও জেলা লোকমোর্চার পক্ষ থেকে এক মাসের ওষুধপত্ত, পরিধেয় কাপড় চোপড়, খাদ্য সামগ্রী ও এক জোড়া ক্র্যাস প্রদান করা হয়। উল্লেখ্য, ওই গ্রামে চার শতাধিক  আর্সেনিক আক্রান্ত মানুষ আছে।