মেহেরপুরে ৫ দিনব্যাপী জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৫ দিনব্যাপী ৫ম জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহামেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সমাবেশের উদ্বোধন করেন। জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাবেশ ডেপুটি প্রোগ্রাম চিফ ওয়ালিউল্লাহ সিদ্দিক। বক্তব্য রাখেন- সমাবেশ প্রোগ্রাম চিফ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।
এর আগে সেখানে কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কুঁচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। ৫ দিনের এই সমাবেশে জেলার ৩১টি বিদ্যালয়ের ২৪৮ জন স্কাউটস সদস্য অংশগ্রহণ করেন।