মেহেরপুরে হয়ে গেলো দু দিনব্যাপি লালন ভক্তদের সমাবেশ

মানুষ ভজলে সর্ব সাধন সিদ্ধি হবে

 

মাজেদুল হক মানিক: ফকির লালন শাহ বলেছেন, মানুষ গুরু নিষ্টা হয় যার, সর্ব সাধন সিদ্ধি হবে তারএ মানুষ ভজলে সোনার মানুষ হবিতার কোন অহঙ্কার থাকবে নাথাকবে না কোন কাম ক্রোধ কিংবা হিংসামানুষের প্রতি ভালবাসা থাকবে অবিচলমানব ধর্মই বড় ধর্মমানুষকে ভালবাসলে আল্লাহকে পাওয়া যায়আর তাইতো এ উপমহাদেশের বাউল সম্রাট মহাত্মা ফকির লালন সাঁইয়ের দর্শন এভাবেই প্রচার করছেন তার ভক্তরাএ লক্ষ্যে মেহেরপুর শহরের কাশ্যবপাড়ায় নুরুন্নাহার আশ্রমে হয়ে গেল দু দিনব্যাপি সাধু সমাবেশ গত সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাঙ্গ হয় ফকির বৈষ্ণব বাউলদের মিলনমেলাদূর-দূরান্ত থেকে অগণিত লালনভক্ত বাউল শিল্পীরা জড়ো হয়েছিলেন এখানেগানে গানে লালন সাইয়ের আদর্শ প্রচার করলেন ভক্তরা

৩৩ বছর ধরে মেহেরপুর শহরের কেশ্যবপাড়ার নুরুন্নাহার আশ্রমে অনুষ্ঠিত হয়ে আসছে সাধু সমাবেশজাতধর্ম নয় একটাই পরিচয় ফকির বাউলতারা বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন এ মিলন মেলায়ফকির লালন সাইয়ের দর্শনত্ব, মানবতত্ব এবং আধ্যাত্মিক গানে গানে মেতে ওঠেন লালনভক্ত বাউল শিল্পরাজাতি ধর্ম নয় মানবের মলমন্ত্র প্রচার করাই হ জগতের মল কাজ বলে মনে করেন ফকির লালন শাহ ভক্ত মেহেরপুরের ফকির ইনসান শাহআর এ কাজের মাধ্যমে শুধু বাউল ভক্তরা নয়, সারা বিশ্বের জ্ঞাণীগুনি মানুষেরা লালন সাইজির পথে আকৃষ্ঠ হচ্ছেমানুষকে ভালবাসতে পারলে আল্লাহর নৈকট্য লাভসহ পার্থিব জীবনে লোভলালসা, হিংসা-বিদ্বেষ, অহঙ্কারবোধ দূর করা সম্ভব বলে মনে করেন আশ্রমের গুরু মা নুরুন্নাহার সাইজি। 

মানবতত্ত্ব জানতে হলে আগে জানতে হবে রুহের (আত্মার) সাথে সম্পর্ক কারতা না হলে ধর্মের নির্দিষ্ট ঠিকানা পাওয়া যাবে না বলে মনে করেন ফকির লালনের আরেক ভক্ত বরকত সাইজিজাত ধর্ম নয় মানুষকে ভালবাসা মানুষের একমাত্র ধর্মসেই ভালবাসার বন্ধন দৃঢ় করতেই প্রতি বছর সাধু সমাবেশের আয়োজন করা হয় বলে জানালেন আশ্রমের কর্ণধর নুরুন্নাহার সাইজি