মেহেরপুরে হাসপাতাল বাঁচাতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

 

মেহেরপুর অফিস : মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বাঁচাতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার ‘হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরাম’ মেহেরপুর ওই মানব বন্ধন কর্মসূচি পালন করে।

সকাল ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাপ্তাহিক মুক্তিবাণী’র নির্বাহী সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহম্মদ রবীউল আলম, হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরাম মেহেরপুরের সংগঠক শোয়েব রহমান, মুজাহিদ মুন্না, এস এম ফয়সাল, টি এম তানভিরুল ইসলাম, আল মামুন, মনোয়ার হোসেন রনি, আমানুল্লাহ আমান, আলতাফ মাহমুদ, সোহানুর রহমান, রহুল আমিন, এনজামুল হক, সময়, রাজনসহ ঢাকাস্থ মেহেরপুরবাসী। মানববন্ধনে মেহেরপুরের ২৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের শতাধিক শূণ্যপদ পুরণ, হাসপাতালে দালালমুক্ত করা ছাড়াও হাসপাতালের সামনের রাস্তা দখলমুক্ত করা দাবি জানানো হয়।