মেহেরপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযান বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনিটরিং অফিসার একেএম মঞ্জুরুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক, জেলা মহিলা বিষয়ক কর্মকতা দেলওয়ার হোসেন, বিআরডিবি’র উপপরিচালক জাকিরুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী প্রধান মোশারফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মশিউর রহমান, মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ আনছার উদ্দিন বেলালী প্রমুখ।
আলোচনার মাধ্যমে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৫ লাখ ২ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।