মেহেরপুরে সিসা এমআই প্রকল্পের মতবিনিময়

 

মেহেরপুর অফিস: কৃষি খাতে যান্ত্রিকীকরণের লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এবং আইডিই কর্তৃক বাস্তবায়নাধীন সিসা এমআই প্রকল্পের আওতায় ইউএসএইড’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলায় মতবিনিময়সভা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা কৃষি কমকর্তার সম্মেলন কক্ষে সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র যশোরের কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা কামরুল হাসান, বিজনেস উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিন সুলতানা।

সভায় বক্তারা বলেন, সিসা এমআই প্রকল্প বিগত ৩ বছর যাবত আধুনিক কৃষিযন্ত্র নিয়ে এলএসপি ও মেকানিকদেও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মেহেরপুর সদর উপজেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতিক সম্প্রসারণ কিভাবে অতি সহজে করা যায় তা নিয়ে পরিকল্পনা করেন এবং ভবিষ্যতেরও কৃষি যন্ত্রপাতির প্রসারের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন।