মেহেরপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মেহেরপুর অফিস: স্থানীয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ৭ থেকে ৯ নভেম্বর তিনব্যাপী ‘‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’’ বিসিক অফিসের প্রশিক্ষণকক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। বিসিকের উপব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম ও নাসিবের সভাপতি নাঈমুর রহমান।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা শামসুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাসিব সভাপতি নাঈমুর রহমান। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন যুব উন্নয়ন অফিস উপপরিচালক ফিরোজ আহম্মদ, বিসিক আঞ্চলিক অফিস, খুলনার নির্বাহী প্রকৌশলী সাদাকুল বারী, ম্যানেজার কর্মসংস্থান ব্যাংক জাকির হোসেন, বিটিসিএল’র সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান এবং এসএমসিআইএফ সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী। প্রশিক্ষণ কোর্সে ৫০ জন পুরুষ ও মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করে।