মেহেরপুরে রমজানে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্যবৃদ্ধিতে প্রশাসনের হুঁশিয়ারী

 

মেহেরপুর অফিস: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্যবৃদ্ধিকারীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর বড়বাজারের কাঁচা বাজার পরিদর্শণকালে তিনি ওই হুশিয়ারী দেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার কামরুল হাসান, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অন্যরা।