মেহেরপুরে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মেহেরপুর অফিস: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর বাসভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন-এর মধ্যদিয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়। সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা এবং মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি দলীয় পতাকা উত্তোলন করেন। এরপরে জেলা যুব মহিলা লীগের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, সাবেক চেয়ারম্যান রেহেনা আক্তার বিনা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান টিপু। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাড. রুতশোভা মণ্ডলের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, সদর থানা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, গাংনী উপজেলা সম্পাদিকা ফারহানা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সহসভাপতি একে আজাদ সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।