মেহেরপুরে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময়

 

মেহেরপুর অফিস: ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ এমএ হামিদ, সিনিয়র সহকারী জজ মো. ফারুক ইকবাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিবুল হাসান ও মতিউর রহমান, সহকারী জজ মো. সাইফুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাড. মো. শাহজাহান আলী, ব্র্যাকের প্যানেল আইনজীবী রফিকুল ইসলাম, অ্যাড. পারভীন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফিউল আযম, জেলা সমাজ সেবা উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।