মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইয়ের জরিমানা

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক কসাইকে জরিমানা করা হয়েছে। সেই সাথে ওই মরা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর পশুহাটে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, মেহেরপুর পৌর পশুহাটে কসাই লালন অসুস্থ গরুর মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা পেয়ে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার কাইজার আলীর ছেলে কসাই লালন আপরাধ স্বীকার করায় তার নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ওই মাংসে কেরসিন দিয়ে বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়।