মেহেরপুরে ভার্মি কমপোস্ট সারের ওপর প্রশিক্ষণ : সরঞ্জাম বিতরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভার্মি কম্পোস্ট (কেঁচো) সারের ওপর প্রশিক্ষণ শেষে এলাকার কৃষাণীদের মাঝে সার তৈরির বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল রোববার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আশরাফপুর গ্রামের ২৫ জন কৃষাণীকে কেঁচো সার তৈরির জন্য কেঁচো, গোবর, নান্দা, জালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম কুতুব উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আসমাউল হুসনা লোনাসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।