মেহেরপুরে বাজার অভিযানে হোটেলে জরিমানা

 

মেহেরপুর অফিস: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে বাজার অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার সকালে এ অভিযানে বিভিন্ন হোটেল-রেস্তোঁরার খাবার, পরিবেশ ও মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। নোংরা পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে তিন হোটেল মালিকের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বড় বাজারের বিল্লাল হোটেল থেকে ২ হাজার, হোটেল বাজার মোড়ের নুরজাহান হোটেল থেকে ১ হাজার ৫শ টাকা ও বাসস্ট্যান্ডের ইসলামিয়া হোটেল থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় জরিমানা আদায় করেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

এছাড়াও বিভিন্ন হোটেল ও দোকানে ক্রেতা-ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ উদ্দীনসহ ডিবি সদস্যবৃন্দ।