মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়সভা

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ধর্মীয় নেতাদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও গণসাক্ষরতা অভিযানের আয়াজনে ও ডিএফআইডি’র সহযোগিতায় মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমদহ ইউনিয়ন ওয়াচ গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। প্রত্যাশা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মেদ। আরও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, মুজিবনগরের সুপারভাইজার আমানুল্লাহ, মওলানা ইসমাইল হোসেন, ওয়াচ সদস্য আজগর আলী মাস্টার, রফিকুল ইসলাম প্রমুখ। সভায় শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ধর্মীয় নেতা গণকমিউনিটির সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন। সভায় সদর উপজেলার শতাধিক ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।