মেহেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মেহেরপুর অফিস: সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে উৎসাহিত করা ও জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুরের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৮টি ষ্টল অংশগ্রহণ করছে।