মেহেরপুরে দিনব্যাপি হয়ে গেলো বিতর্ক উৎসব-১৫

মেহেরপুর অফিস: ‘যুক্তি যেথায় সূর্য সত্য’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো এআইইউবি মেহেরপুর বিতর্ক উৎসব-১৫। জাগো মেহেরপুর ও এআইইউবিয়াল মেহেরপুর সোসাইটির আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, পৌরসভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিতর্ক সংগঠক এনটিভির স্টাফ রিপোর্টার মুকসিমুল হাসান অপু, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, বিতর্ক সংগঠক রাশিদুল ইসলাম পল্লব, জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান, উপদেষ্টা সিরাজুল ইসলাম মাষ্টার প্রমুখ।

৪টি কলেজ ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধনকৃত মোট ৩২০ জন শিক্ষার্থী এ বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে। সংসদীয় বিতর্ক ও রম্য বিতর্ক নামে ২টি পর্বে ওই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। নতুন নতুন বিতর্কিক সৃষ্টি করার লক্ষ্য ও উদ্দেশে ওই বিতর্ক ও কর্মশালার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এর আগে সকাল ৯টার দিকে এ উপলক্ষে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালির নেতৃত্ব দেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। রাতে সমাপনী বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ।