মেহেরপুরে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ওই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেখ ফরিদ আহম্মদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুল। প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সংবাদের ধারণা, সংবাদ সংগ্রহ, সংবাদসূচনা ও সেন্ট্রাল ডেস্কে-এ সংবাদ পাঠানোর ওপর কৌশলগত উপস্থাপনা করেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক আবু রুশদ মো. রুহুল আমিন। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত মেহেরপুর জেলার ৩৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।