মেহেরপুরে জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সদর উপজেলার হিতিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএইচএম ফারুককে সভাপতি ও খন্দকারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহতেশামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কমর উদ্দিন, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি ইকবল হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম ও শিক্ষক নেতা নুরুল গনি। সভায় বক্তারা বলেন, তৃতীয় ধাপে মেহেরপুর জেলার ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার প্রক্রিয়াধীন থাকলেও আজো জাতীয়করণ করা হয়নি। এই সমাবেশে অবিলম্বে এসব বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।