মেহেরপুরে জিঙ্ক সমৃদ্ধ ধানের ওপর মাঠ দিবস

 

মেহেরপুর অফিস: দুধ, মাংস অথবা ডিম নয়, এখন জিঙ্কের ঘাটতি পূরণ করবে জিঙ্ক সমৃদ্ধ ধান। এ চালের ভাত খেলে জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মেহেরপুরের আমঝুপিতে অনুষ্ঠিত হলো ব্রি ধান-৬২’র ওপর মাঠ দিবস। কৃষিবিদরা বলছেন, অন্যান্য ধানের আবাদ করতে ১৩০ থেকে ১৩৫ দিন সময় লাগলেও জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান-৬২ চাষ করতে সময় লাগে ৯৫ থেকে ১০০ দিন। বিঘা প্রতি জমিতে ফলন হয় ১৫ থেকে ১৬ মণ। এ ধানের ভাত খেলে জিঙ্কের অভাবে যে সমস্ত রোগ হয়, সে রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে বলে মনে করেন তারা।

গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। আমঝুপি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী মাঠ দিবসে অংশ নেন। পরে অতিথিরা একটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জমি পরিদর্শন করেন।