মেহেরপুরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুষ্ঠ ও নির্মল চলচ্চিত্র চর্চার আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব/১৭’র আওতায় গতকাল ৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ১৬ দিনব্যাপী দেশের ৬৪ জেলায় একযোগে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সারাদেশের মতো মেহেরপুরে চলচিত্র উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচিত্র উৎসবের উদ্বোধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা তানবীর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সহসভপতি নুরুল আহমেদ, মোমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, অরণি’র সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন, মহিদুল ইসলাম মুহিত, দিলারা পারভীন প্রমুখ। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।