মেহেরপুরে গাংনী উপজেলা যুবলীগের সম্মেলন শেষে কমিটি গঠন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে গাংনী উপজেলা যুবলীগের সম্মেলন শেষে উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামকে আহ্বায়ক ও মাসুদ পারভেজ, আবুল কালাম, নবীর উদ্দিন ও বিল্পব হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে গাংনী উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, রাকিবুল ইসলাম কাজলকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন মিঠু, মানিক আহাম্মেদ, নাহিদ আজীম রাব্বী ও মিলন হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট গাংনী পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু। এর আগে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান গাংনী উপজেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, জেলা যুবলীগের সদস্য মাহবুবু হাসান ডালিম, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহামেদ রুপক, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন মিয়া, মোনাখালী ইউপি যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিন প্রমুখ। পরে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং মাসুদ পারভেজ, আবুল কালাম, নবীর উদ্দিন ও বিল্পব হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে গাংনী উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কামাল হোসেন, আতিকুর রহমান তিতাস, তায়েম ইবনে ঝন্টু, কামাল হোসেন, জিয়ারুল ইসলাম মুকুল, নাজমুল হুদা, মনজুরুল ইসলাম স্বপন, আমিনুল ইসলাম রতন, শরিফুল ইসলাম, হোসেন আরী লাবলু, আব্দুল আলীম, রাশেদুল হক জুয়েল, এহসান কাবির সবুজ, জাহাঙ্গীর আলম বাদশা, মোস্তাফিজুর রহমান সাজু, বানী আমিন, রুবেল আহমেদ, মাসুম রেজা, মনিরুল ইসলাম, হাসান রেজা সেন্টু, আমজাদুল আলম সবুজ, রাকিবুল ইসলাম টুটুল, মিন্টু আহমেদ, মারুফ হোসেন, উসমান আলী, মতিয়ার রহমান, ইলিয়াসুজ্জামান, এসএএম মাসুম উল হক মিন্টু, আকবর আলী, নূর ইসলাম, আদম আলী, জাহাঙ্গীর আলম ও রেজা আহমেদ। কমিটির বাকি সদস্যরা হলেন, নুরুন্নবী সামদানী, আতিয়ার রহমান বান্টু, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম, মনোয়ার হোসেন, রুবেল হোসেন, আলমাস হোসেন, জয়নাল আবেদীন, ফুরকান আলী, লিটন হোসেন, আশিকুর রহমান পিন্টু, মকলেচুর রহমান, জাহাঙ্গীর আলম, মিরাজুল ইসলাম, আবির হাসান সেন্টু, শরিফ জোয়ার্দ্দার, রাশেদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান মঞ্জু, নাজমুল হক, মিনারুল ইসলাম, আল-আমিন, নাজমুল হক, রাফিকুল ইসলাম, মারুফ হোসেন, রাজিবুল ইসলাম রাজু, জাকির হোসেন, হামিদুল ইসলাম, জসিম উদ্দীন, রবিউল ইসলাম রবি, উজ্জল হোসেন, অ্যাড. আহসান হাবিব, কারিমুল হাসান চাঁন্দু, হামিদুল ইসলাম, নুরুল হক ও রাশিদুল ইসলাম। এর আগে গাংনী উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত করেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কেন্দার মাহমুদ বিপ্লব ও সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন প্রমুখ।