মেহেরপুরে ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারী লীগের বিক্ষোভ সমাবেশ

মেহেরপুর অফিস: ইউনিফায়েড সার্ভিস রুলের অসঙ্গতি, নন টেকনিক্যাল কর্মচারীদের টিফিন ভাতা, করসপনডেন্ট স্কেল, নন-টেকনিক্যাল নিরাপত্তা প্রহরীদের অধিকার ভাতা, পিচরেট ও পোষ্যদের চাকরি নিশ্চিতকরণ এবং এসবিএ শূন্যপদে নিয়োগ প্রদানের দাবিসহ অন্যান্য দাবিতে মেহেরপুর ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর বিদ্যুত সরবরাহ ওজোপাডিকোর চত্বরে বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারী লীগের (রেজি. নং-বি-২১৩৮সিবিএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকারী সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল কবীর রঞ্জু প্রমুখ। এ সময় সেখানে ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক-কর্মচারী লীগের মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মাহমুদ আহমেদ খান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, অর্থসম্পাদক মজিরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।