মেহেরপুরের ৬ টি স্থানে অবরোধ ॥ ১৭টি ককটেল বিষ্ফোরণ ভাংচুর

মেহেরপুর অফিস:  হরতাল সফল করতে মেহেরপুরের ৬টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। হরতালের শুরুতেই সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর ও মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে জামায়াত-শিবির নেতাকর্মীরা এবং মেহেরপুর-হাটবোয়ালিয়া সড়কের পুর্ব মালসাদহ, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়ীয়া, পশ্চিম মালসাদহ এবং ছাতিয়ান এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। রাজনগরে পুলিশের বাধার মুখে ১০/১২টি ককটেল বিষ্ফোরণ ঘটায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। সকাল পৌনে আটটার দিকে গাংনী উপজেলার বামন্দি বাজারে জামায়াত-বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় ৫টি ককটেল বিক্ষোরণ ঘটে। এক পর্যায়ে হরতাল সমর্থকরা মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছার উদ্দীনের বামন্দিস্থ বাস ভবনে হামলা চালায়। ককটেল বিক্ষোরণের ঘটনা দুটিতে কেউ হতাহত হয়নি। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে এ অবরোধের নেতৃত্ব দেন।