মেহেরপুরের রুদ্রনগরে বিদ্যুতায়ন উদ্বোধন

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে অনুষ্ঠানিকভাবে সুইচ টিপে উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি ৪২টি পরিবারের মাঝে বৈদ্যুতিক সংযোগ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্রনগর গ্রাম আওয়ামী লীগের সভাপতি আকতরুজ্জামান। ওই সংযোগের মাধ্যমে রুদ্রনগর গ্রামে শতভাগ বিদ্যুত সেবা নিশ্চিত হয়েছে। এছাড়া বর্তমান সরকারের এক বছরে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় পল্লী বিদ্যুত সমিতির আওতায় ৫ হাজার ৩৯৮টি নতুন সংযোগ এবং ৬ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা ব্যয়ে ৩৮ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করেছে বলে জানান এমপি অধ্যাপক ফরহাদ হোসন।