মেহেরপুরের মুজিবনগরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময়

 

মুজিবনগর প্রতিনিধি: ২য় ধাপে ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে মুজিবনগর থানা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুজিবনগর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার আব্দুল হাদি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিটার্নিং অফিসার নুর আলম। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন মিলু, আয়ূব হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কলিমউদ্দীন, আহসান হাবিব সোনা, সেলিম হোসেন খান, রফিকুল ইসলাম রফা, আজিমউদ্দীন গাজী, আনছারুল ইসলাম কাটু প্রমুখ। সভায় আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি প্রার্থীরা অভিযোগ করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি তাদের নির্বাচনী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। গণসংযোগে বাধা দেয়ারও অভিযোগ করেন তারা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুজিবনগর থানার এএসআই আব্দুল হান্নান।