মেহেরপুরের গহরপুর-যাদুখালী সড়কে ছিনতাইকারীদের হামলায় আহত ৬

বারাদী প্রতিনিধি: মেহেরপুর জেলা সদরের গহরপুর-যাদুখালী সড়কে ছিনতাকারীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গি মোড়ে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা গহরপুর থেকে আলমসাধুযোগে পিরোজপুর যাচ্ছিলেন। আহতরা হলেন- গহরপুর গ্রামের মুনছুর আলী (৪৫), আব্দুল করিম (৪০), সেন্টু মিয়া (৪০), আক্কাস আলী (৫০), সাবদার আলী (৪৫) ও রাশিদুল ইসলাম (৩৮)।

আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, গহরপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে আলমসাধুচালক একরামুল ইসলাম গতকাল ভাড়া শেষে বাড়ির উদ্দশ্যে রওনা হন। পিরোজপুর গ্রামে এলে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির পথে প্রায়ই ছিনতাই হওয়ায় সে বাড়ি ফিরতে ভয় পায়। বাড়িতে ফোন করে লোকজন নিয়ে তাকে এগিয়ে নিয়ে আসতে বলে। একরামুলের পিতা গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে আরেকটি আলমসাধুযোগে এগিয়ে আনতে যায়। টঙ্গিমোড়ে পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। লাঠি ও ধারালো অস্ত্রের পেছন দিয়ে তাদের আঘাত করা হয় বলে জানিয়েছেন আহত কয়েকজন। এক পর্যায়ে তারা পালিয়ে গ্রামে আসেন। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ায় সময় একটি বোমার বিস্ফোরণ ঘটায়।